সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ায় ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে জেলার ১৭৮ জন প্রশিক্ষিত যুব ও যুবনারীর মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
প্রযুুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বগুড়া শহরের তিনমাথায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক ও টেনস এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ মেহেদী হাসান পাঠান।
অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৯ জন যুবক ও ৮৯ জন যুবতীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সাথে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও বিভিন্ন যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়। বগুড়ায় শ্রেষ্ঠ যুব আত্মকর্মী হিসেবে ভেলভেটা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শারমিন সুলতানাসহ বেশ কয়েকজনকে শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ করা হয়। এছাড়া, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ) ২০২৫-এর পদ্মা জোনে অংশগ্রহণকারী ৮ জেলার মধ্যে বিজয়ী হওয়ায় বগুড়ার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *