সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে আরাফাত রহমান কোকো’র জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া

বগুড়া সংবাদ : বগুড়ার শাহজাহানপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট ইসলামীয়া দারুল হাদীস সালাসীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্তরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী, যুবদল আহ্বায়ক মশিউর রহমান বাবু, জিসাস উপজেলা সভাপতি লিটন, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বিপুল মিয়া, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন মিলন, চুপিনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক শহিদুল ইসলাম, ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। যার প্রচেষ্টায় দেশের ফুটবলসহ নানা খেলায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছিল। তাঁর অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গন এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।”

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফিরাত ও দেশবাসির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *