
বগুড়া সংবাদ : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’-এ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তিনি বক্তব্যে বলেছেন,একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের গুরুত্ব বেশি। এই যুব সমাজ আমাদের শক্তি। তাই যুব সমাজকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেছেন, যুবদেরকে লেখাপড়ার পাশাপাশি বিজনেস করে অথবা যেকোনো ভালো কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। এতে আমাদের এদেশ অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে যাবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,থানার ওসি মিলাদুন নবী,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,উদ্যোক্তা তাসলিমা আক্তার লিমা ও মাছুম। পরে শপথ বাক্য পাঠ ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মধ্যে সনদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু ও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন এলাকার সমিতির সদস্যরাসহ অনেকে।