সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বগুড়া সংবাদ : বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে বেডো সমৃদ্ধি কর্মসূচি। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদে বেডোর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ স্লোগান সামনে রেখে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত অনজুম অনন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদ, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবুল আলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, বেডো রেইজ প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রাজ্জাক, জাহিদ, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন প্রমূখ।

সভায় বেডো সমৃদ্ধি কর্মসূচিভুক্ত এলাকায় যুবদের সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন অতিথিরা।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *