সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

oppo_2

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা  শিবগঞ্জ ,বগুড়া) :  “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সফল যুব সংগঠকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুবির কুমার পাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এসময় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ১২ লক্ষ ৯০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয় এবং বিগত সময়ে প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল আত্মকর্মী ৩ জন,সফল উদ্যোক্তা ৫ জন ও সফল যুব সংগঠক ৫ জনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *