সর্বশেষ সংবাদ ::

পতিত আওয়ামীলীগ সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে সিন্ডিকেট গড়ে টাকা কামিয়েছে : গোলাম রব্বানী

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক আমীর ও বগুড়া-৬ গাবতলী শাজাহানপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন পতিত আওয়ামীলীগ সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে সিন্ডিকেট গড়ে টাকা কামিয়েছে। ব্যবসায়ীদের মাঝে সিন্ডিকেট না থাকলে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি হবে না। তিনি সৎভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে দেশসেবা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বুধবার রাতে কলোনী হোটেল লুক এ্যাট মিতে জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখা আয়োজিত ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন। উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমান, ২১নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রমজান আলী, তাজনুর হোসেন, জরজিস হোসেন, জাহাঙ্গীর হোসেন, আজাদুর রহমান, রেজাউল বারী প্রমুখ।
তিনি আরও বলেন হাজারো জনতার জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হলেও জনগনের মনের আশা পুরন হয়নি। জনপ্রত্যাশার আলোকে বাংলাদেশ এখনো দূর্নীতি মুক্ত হয়নি, এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজ দুর্নীতিবাজদের কোন স্থান বাংলাদেশ হবে না। এ দেশের জনগণ বহু বছর ভোট দিতে পারেনি । ১২ কোটি তরুণ তাদের ভোট বিফলে যেতে দেবে না। জামায়াতে ইসলামী এদেশে জনগণের কল্যাণকর সরকার তৈরি গঠন করবে ইনশাআল্লাহ্। দেশের জনগণের একটাই স্লোগান সব দল দেখা শেষ এবার হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। গোলাম রব্বানী আরো বলেন শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না কিন্তু আমরা দেখলাম ৫ই আগষ্ট গনবিপ্লবে গোষ্ঠি শুদ্ধো পালিয়ে গেছে। বিপ্লব পরবর্তী এক বছরেও আমরা খুনিদের বিচার করতে পারিনি। অনতিবিলম্বে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।
ক্যাপশন: বুধবার রাতে কলোনীতে জামায়াতে ইসলামী শাজাহানপুর শাখা আয়োজিত ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *