
বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা যুবদল ও পূজা আজ উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১০টায় শহরের সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা কমিটি এ মানববন্ধন করে।
সংগঠনের জেলা শাখার সদস্য সচিব শ্রী গৌর চন্দ্র পোদ্দার চন্দন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। তনয় পোদ্দারের সঞ্চালনায় মানববন্ধনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ সুজন। এসময় আরো বক্তব্য রাখেন বিপুল কর্মকার, সৌরভ কর্মকার, বিধান চন্দ্র মহন্ত, স্বপন কুমার দাস, বিকাশ চন্দ্র সরকার, দুলাল চন্দ্র সরকার, উত্তম কুমার সাহা, মৃনাল কুমার ঘোষ, চন্দ্রন কুমার দেব, প্রতেন সরকার, জনী দত্ত, শুভ বর্মন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অতুল চন্দ্র দাসের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কঠোর আন্দোলনের ডাক দিবে।