সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় মহিষ খামারি হাছেন আলীর সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : মঙ্গলবার ৫আগস্ট সকাল ৯টায় সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের সফল মহিষ খামারি আলহাজ্ব হাছেন আলী আকন্দ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি একজন মহিষ খামারি। আমি গত ২৫ বছর ধরে মহিষ খামারের সাথে যুক্ত। মাত্র ৭টি মহিষ দিয়ে খামারের যাত্রা শুরু করি। এখন আমার মহিষের সংখ্যা ৭৫টি। মহিষের দুধ বিক্রি ও মহিষ বিক্রি হতে অর্জিত আয়ে আমার সংসার প্রতিপালিত হয়ে আসছে। পাশাপাশি এই খামারে সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে আমার এক ছেলে ও তিনজন কর্মচারী। এই খামার হতে তাদের সংসারে অর্জিত আয় নির্বাহ হয়। তিনি আরো বলেন,আমার মহিষের খামারের উন্নতিতে একটি বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে নানাভাবে আমার ব্যক্তি ইমেজহানী, ভয়ভীতি প্রদর্শন ও খামারে মহিষের ক্ষতিসাধন চেষ্টায় লিপ্ত রয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা ঘোষপাড়া গ্রামের শ্রী নরেশ চন্দ্র ঘোষ আমি-সহ আমার তিনপুত্র ও অন্য তিনজনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমাকে ও আমার সন্তানদের নিয়ে যে মামলা দায়ের হয়েছে সেখানে উল্লেখিত তথ্য মিথ্যা। আমি মনে করি মামলাটির সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। তাই ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *