জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: ছত্রিশে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়েছি মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মি ও সাধারণ জনতা অংশগ্রহন করে। গনমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা গোলাম রব্বানী। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম, জামায়াত নেতা এ্যাড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আল আমিন, আব্দুল হামিদ বেগ, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওাদুদ পুটু, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেন,
শহর শিবিরের সেক্রেটারি সফিকুল ইসলাম প্রমূখ। সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমাবেশে জুলাই সংগীত পরিবেশন করেন।

 

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *