সর্বশেষ সংবাদ ::

রাজশাহী-রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, রাজশাহী-রংপুর বিভাগ এর উদ্যোগে বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবিরের সভাপতিত্বে বগুড়ায় অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন।
শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম, জেলা স্কুল, বগুড়া-তে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য পরিশোধ কেন্দ্রীয় কমিটির আহবায়ক তপন কুমার মন্ডল, শাহিনুর আলামিন, মোছা: শাহিনুর আকতকর, মো: আনিছুর রহমান,
মোছা: সাবেরা বেগম, অজিত পাল
নুর আলম, জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা শাখার সভাপতি উজ্জল হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেত্রী বৃন্দ।

আয়োজকরা জানান, ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দাবিসমূহ:
১. সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড।
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩. উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

সম্মেলনে বক্তারা বলেন, “শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।”

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *