সর্বশেষ সংবাদ ::

ধুনটে গণসংযোগ করলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে গণসংযোগ করেছেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান খোকন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়ার ধুনট শহরের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে পথসভায় ফজলুর রহমান খোকন বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছে।

ফজলুর রহমান খোকন আরো বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপি নেতা আবু বক্কর, শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আইয়ুব আলী, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক লায়ন, শেরপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক তরিকুল ইসলাম সম্রাট, ধুনট উপজেলা যুবদল নেতা আব্দুল হালিম লিটন, উপজেলা ছাত্রদল নেতা বদিউজ্জামান তমাল, যুবদল নেতা লোকমান হোসেন, সবুজ আহম্মেদ, রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম, রানা, সাজ্জাদ হোসেন সুমন, মিলন, ইব্রাহিম, রবিউল, সিরাজ আহম্মেদ, ছাত্রদলের নেতা রুবেল, আব্দুল হালিম, রিয়াল, সাব্বির, রাজু আহম্মেদ,শান্ত, মহিদুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *