
বগুড়া সংবাদ : শনিবার বিকেলে চারমাথা ভবেব বাজার কার্যালয়ের সামনে আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার প্রবীণ সদস্য ও সাবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি এবং সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু খান, কার্যকরী সভাপতি আলহাজ্ব ইজান আলী, সহ সভাপতি দুলাল, শাহজাহান আলী, রেজাউল করিম রুমান, দপ্তর সম্পাদক আতাউর রহমান, সদস্য শাহ জামাল, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ সাজু, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১৬ নম্বর ওয়ার্ড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মতলুর, চারমাথা দালান কমিটির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।
বন্ধনের সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।