বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে ৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বদলগাছীর চকনরসিংহ গ্রামের হাসেম ওরফে হাসিমের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০) ও জয়পুরহাটের আক্কেলপুরের দেওড়া গ্রামের মৃত বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩২)। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাইলো সড়ক থেকে দমদমা রাস্তার যাওয়ার পথে মুরগির খামার এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম সজীবকে গ্রেপ্তার এবং তার কাছে থেকে ৬৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে ওই দিন থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী উপজেলার শাঁওইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুজিত চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করেছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
