
বগুড়া সংবাদ : বগুড়ায় ‘নব দিশা ইয়ুথ উইমেন সোসাইটি’ র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক মোহাম্মদ তোসাদ্দেক হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তানজিমা আক্তার, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রায়হান, বগুড়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা ইসমাত জাহান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল যুব উদ্যোক্তা এস এ জাহিদ, বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি রবিউল ইসলাম দারুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিশা ইয়ুথ উইমেন সোসাইটির সভাপতি শারমিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিমি ও সংগঠনের মুখবন্ধ পাঠ করেন জেরিন। এতে বগুড়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের নারী উদ্যাক্তাগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় ২৬ প্রকার ফল নিয়ে উৎসবের আয়োজন করা হয়।