সর্বশেষ সংবাদ ::

লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : লাহিড়ীপাড়া ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ০১-৮-২০২৫ শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় দোবাড়ীয়া পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গণে, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ নুরনবীর সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জি: জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করেন, বগুড়া শহর যুব জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুব জামায়াতের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার আমীর মাওঃ বেলাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা উওর শাখার সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ জাকিরুল ইসলাম, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি ওয়াকিল বাশার, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক জোবায়ের ইসলাম।

প্রধান অতিথি আব্দুস সালাম তুহিন বলেন, গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, এজন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এসময় প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং তরুণ ও যুবকদের মাঝে তিন শতাধিক গাছ বিতরণ করেন।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *