
বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের সামগ্রাম স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
সাবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়েজিদ মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ। ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা যুবদলের প্রচার সম্পাদক এসএম রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে। বিনা কারণে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেছে। তার উপর এমন হামলা এলাকাবাসী কিছুতেই মেনে নেবে না। অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।