বগুড়া সংবাদ :বগুড়ায় দুইদিন ব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি হয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারীরা মেলা থেকে ওজন, উচ্চতা এবং গঠন দেখে গরু ক্রয় করেন। এতে সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি মেলায় খামারীরা লাভবান হয়েছেন বলে জানান বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব।তিনি বলেন, ‘২১৬টি স্টলে সারে চার শতাধিক গরু মেলায় প্রদর্শনী ও বিক্রির জন্য আনা হয়। শুক্রবার ও শনিবার মেলার দুই দিনে খামারীরা মোট ১৪ কোটি টাকার গরুবিক্রি করেছেন। এটা নিঃসন্দেহে এ মেলার সাফল্য। আমরা আশাবাদী আগামীতেও এ মেলার আয়োজন অব্যাহত থাকবে।’টিএমএসএস বিনোদন পার্কে দুইদিন ব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়। এতে উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারীরা বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া দুম্বা, লুম্বা, শখের বিভিন্ন পোষা প্রাণী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলার ২য় দিনে সকালে খামারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিকালে আবারও শুরু হয় গরুর র্যাম্প শো। র্যাম্পে গান এবং বিভিন্ন লাইটের আলোর মধ্যে গরুকে হাঁটানো হয়। হাটার সময় সাথে থাকা গরুর মালিকেরা তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দেন। শনিবার রাতে বিভিন্ন ক্যাটাগড়িতে ৭৫জন খামারীকে পুরস্কার প্রদান করেন অতিরিক্ত ডিআইজি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম। এসময় উপস্থি ছিলেন বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন,টিএমএসএস উপ পরিচালক ডা: মতিউর রহমান।
Check Also
কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …