সর্বশেষ সংবাদ ::

দূর্গাহাটা ইউনিয়নের সকল স্কুল ও মাদ্রাসার এসএসসি ও দাখিল-২০২৫ উত্তীর্ন ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীর দুর্গাহাটা ডিগ্রী কলেজে গত শনিবার ২৬ জুলাই এস,এস,সি ও দাখিল ২০২৫ সালে দুর্গাহাটা ইউনিয়নের ৬টি স্কুল ও মাদ্রাসা হতে পাশকৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ১১টায় পবিত্র কুরআন তেলোওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতে ঢাকা উত্তরার মাইলষ্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য ১ মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো:আবু বকর সিদ্দিক।এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,ময়নুল আহসান গঠনমুলক শুভেচ্ছ বক্তব্য রাখেন।কলেজের ছাত্র আহসান হাবীব জয়, ছাত্রী সাদিয়া তাদের কলেজের শিক্ষার চাহিদা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। শিক্ষক মনিরুজ্জামান ও কামাল হোসেন কলেজের শিক্ষার মান ও পরিবেশ আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। এলাকাবাসীর মধ্য থেকে উপস্থিত ইয়াছিন আলী, আব্দুল ওয়াহেদ সবিন, মতিউর রহমান মতি, শরিফুল ইসলাম টিপু, মোকারম হোসেন, আব্দুল হান্নান, কলেজের সাবেক শিক্ষক রেজাউল করিম, হাতিবান্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার দাস কলেজের কাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে দিক নির্দেশনামুলক আলোচনা করেন। উক্ত আলোচনা সভার শেষ দিকে কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো:রবিউল আলম অশ্রু ও সভাপতি আকিল আহমেদ মোমিন বক্তব্যে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা খরচে এবং অন্য সকল শিক্ষার্থীদের নাম মাত্র ভর্তি ফি দিয়ে কলেজে ভর্তির কথা উঠে আসে।

“আস্থা রাখুন, সর্ব্বোচ্চ সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ্”- এই স্লোগান নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কলেজের গভর্নিং বডি, শিক্ষক ও কর্মচারী বৃন্দ। সর্বশেষে কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্যদের বয়োজ্যেষ্ঠ হাফিজার রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়। ২য় পর্বে দুর্গাহাটা ইউনিয়নের ছয়টি স্কুল ও মাদ্রাসার এস,এস,সি ও দাখিল-২০২৫ইং উত্তীর্ণ ৩০৫জন ছাত্রছাত্রীদের মাঝে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

৩য় এবং শেষ পর্বে কলেজের ছাত্র, শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং আমন্ত্রিত শিল্পীদের কন্ঠে সংগীতের মাধ্যমে এক সুস্থ ধারার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কলেজের শিক্ষক সাহাদত হোসেন ও আবিদ হাসানের সঞ্চালনায় পরিচালিত হয়।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *