
বগুড়া সংবাদ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার নবকমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার ২৭ জুলাই অধ্যক্ষ শওকত আলম মীর এর সঙ্গে নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন কলেজ শাখার নব গঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি সাকিব হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ বরাবর ১৮ টি দফা পেশ করে কলেজ শাখার নেতৃবৃন্দ।
সরকারি আজিজুল হক কলেজের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রশিবিরের দফা সমূহ:
১। হলগুলোর প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চালু করা।
২। ডিগ্রি (পাস) কোর্সের জন্য ক্লাসরুমের ব্যবস্থা করা।
৩। বোটানিক্যাল গার্ডেনের প্রয়োজনীয় সংস্কার করা।
৪। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে পানি নিষ্কাশন করা এবং জলাবদ্ধতা দূর করা।
৫। ক্যাম্পাসের ভাঙ্গা রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা এবং কাঁচা রাস্তাগুলো পাকা করা।
৬। ক্যাম্পাসের সকল এরিয়া সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পর্যাপ্ত লাইটিং-এর ব্যবস্থা করা।
৭। কলেজ প্রশাসনের উদ্যোগে জব ফেয়ার আয়োজন করা।
৮। সকল শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা।
৯। প্রত্যেক ডিপার্টমেন্টে সাপ্তাহিক/মাসিক সেমিনার ক্লাসের আয়োজন করা।
১০। সৈয়দ মুজতবা আলী ভবনে লিফটের বৈষম্য দূর করা।
১১। ক্যাম্পাসে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
১২। উন্নত ক্যান্টিনের ব্যবস্থা করা।
১৩। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের জন্য খালি জায়গা ও ডোবা সমূহ ভরাট করে খেলার মাঠ এবং বাগান তৈরি করা।
১৪। যোহরের নামাজের সময় একাডেমিক ক্লাস ও ইনকোর্স পরীক্ষা না রাখা। একদিনে একাধিক পরীক্ষা না রাখা।
১৫। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা।
১৬। অডিটোরিয়ামের প্রয়োজনীয় সংস্কার করা এবং এসি ও উন্নত সাউন্ড সিষ্টেম সংযুক্ত করা।
১৭। অমর একুশে বই মেলার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা।
১৮। বিভাগগুলোতে শিক্ষক সংকট দূর করতে প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।