সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ড্রাইভিং ও পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পরিষদের অর্থায়নে মাসব্যাপি যানবাহন চালনা (ড্রাইভিং) এবং পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) শহরের তিনমাথা যুব ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের চালিকা শক্তি। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, দেশের বড় একটি অংশ হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে এনে দেশ গঠনে অংশগ্রহন বাড়াতে যুগওপযোগী প্রশিক্ষন প্রদান করছে। প্রশিক্ষণ পরবর্তী প্রকল্প গ্রহনকারীদের মাঝে ঋণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবসমাজের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রমশক্তির যোগান ও সংখ্যার বিবেচনায় দেশের উন্নয়নের জন্য যুবসমাজের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার তাসওয়ার তানজামুল হক। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদি হাসান, মোঃ ফয়সাল হোসেন ও সুইটি সরকার মিষ্টি। অনুষ্ঠানে শেষে কেক কর্তন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *