বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় টিসিবি ডিলারের দোকান থেকে এসব পণ্য বিক্রির উদ্বোধন করেন ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু। টিসিবি’র ডিলার রাহাত-রামিশা ট্রেডার্স ৮৭৬জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ভোক্তার মাঝে চিনি, চাল, ডাল ও তেল ন্যার্য্য মূল্যে বিক্রি করে। এসময় উপস্থিত ছিলেন টিসিবি’র ডিলার এম এফ রহমান, রাহাত-রামিশা ট্রেডার্সের প্রতিনিধি আমিনুর রহমান স্বপন, মুছা মন্ডল, আজাদ হোসেন ও এলাকার সমাজসেবক মঞ্জুরুল ইসলাম।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত একটানা ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ করা হয়। ৫৪০টাকার প্যাকেজে ছিল ২লিটার সায়াবিত তেল, ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
