সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শ্রেষ্ঠ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ায় ৩৭ জন এসএসসি ও এইচএসসি পরিক্ষায় শ্রেষ্ঠ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে বগুড়া জিলা স্কুলের বীরমুক্তিযোদ্ধা শহীদ আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।
তিনি বলেন, সৎ ও দেশপ্রেমিক মানুষ হতে না পারলে শিক্ষার কোন মূল্য নেই। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের কার্যকলাপের দিকে মনোযোগ দিতে হবে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদের সন্তানরা কি করছে, কার সাথে মিশছে, এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য কেমন আছে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য বগুড়ায় টিচার্স ট্রেনিং কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এবং বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোবাশ্বের হোসেন শামীম ও রহিমা আকতার রুমি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলার এসএসসি ও এইচএসসি ২০২২ ও ২৩ সালের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *