সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২

বগুড়া সংবাদ :  সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব। এ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫) ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব কমান্ডার উল্লেখ করেন, গোটা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল চুরি করেন। পরে তারা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রয় করতেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

ধুনটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *