বগুড়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভা-২০২৩ শনিবার রাতে হোটেল মমইন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি। সভার কর্মসূচী অনুযায়ী চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ সহ বিগত বৎসরের আয়-ব্যয় সম্বলিত হিসাব বিবরণী সদস্যবৃন্দের নিকট উপস্থাপন করা হয় এবং কণ্ঠভোটে অনুমোদিত হয়। এছাড়াও আগামী ২০২৪ সালের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সভাপতি সাহেব তার স্বাগত বক্তব্যে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলেন যে, প্রচলিত নিয়মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর বঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়ায় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। বগুড়া জেলা আয়তনে ছোট হলেও শিল্প ও বাণিজ্যে এর গৌরবময় অতীত ও ঐতিহ্য রয়েছে। বর্তমানে এখানে কৃষি যন্ত্রপাতি, পাটকল, কাগজকল, সিরামিক ইন্ডাষ্ট্রিজ, ফিসফিড মিলস, টাইলস্ ফ্যাক্টরী, রাইচ ব্র্যান্ড অয়েল মিলস সহ বিভিন্ন ধরনের শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে। ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের শিল্প বিশেষ করে কৃষিজাত শিল্প স্থাপন করে এলাকার অর্থনৈতিক উন্নয়ন বিকশিত করার সুযোগ ও সম্ভাবনা ক্রমশ উজ্জ্বলতর হচ্ছে। বর্তমানে বাংলাদেশ তার নিজস্ব গতিতে বিশ্বের সাথে তাল মিলে চলছে। এক সময় বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকার কারণে হেয় প্রতিপন্ন করা হতো। এখন বিপুল পরিমাণ বৈদেশিক রেমিট্যান্স ও আশানুরূপ কৃষি পণ্য উৎপাদনের কারণে আমাদের যথেষ্ট রিজার্ভ ফান্ড রয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ক্রমান্বয়ে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। উক্ত সভায় বগুড়া চেম্বারের সদস্যভূক্ত রপ্তানিকারকগণ যারা রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদান রেখেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। চেম্বার পরিচালনা পর্ষদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ ফজলুর রহমান পাইকাড়, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ (কালাম হাজী) আশরাফী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হাসান জনি, ইলেকট্রপ্যাক ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থপনা পরিচালক মোঃ নাঈম হাসান, দিদার ল্যাবরেটরিজ এর স্বত্তাধিকারী হাকীম মোঃ দিদার চৌধুরী, এ.আর.এ.এস এর ব্যবস্থপনা পরিচালক মোঃ আমিনুর রহমান টিপু। তরুন উদ্যোক্তাদের মধ্যে হতে বক্তব্য রাখেন মোঃ মাহমুদুল হাসান, মোছাঃ রুবাইয়া আক্তার, মঞ্জু মিয়া। চেম্বারের শিক্ষা সহায়তা প্রাপ্ত ছাত্র এ ই এম মোঃ ইসতিয়াক আহম্মেদ। চেম্বার পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি, মোঃ মাফুজুল ইসলাম রাজ, মোঃ গোলাম কিবরিয়া বাহার, মোঃ হাসান আলী আলাল, অশোক রায়, মোঃ সাইরুল ইসলাম, এ টি এম শাফিকুল হাসান জুয়েল, রনজিৎ কুমার পালিত ও খন্দকার মেজবাউল হক রন্টু, সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলহাজ¦ মোঃ এনামুল হক দুলাল। অনুষ্ঠান শেষে সম্মানিত সদস্যবৃন্দের সৌজন্যে র‌্যাফেল ড্র’র ব্যবস্থা করা হয় এবং লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হয়।

Check Also

বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈকতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ :  জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *