সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম জেলা প্রশাসন বগুড়া ও জেলা শিক্ষা অফিস বগুড়ার আয়োজনে মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। আরও বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মহাস্থান শাহ সুলতান বলখি (রহ:) ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ রোস্তম আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আমানুল্লাহ, অধ্যক্ষ আব্দুল জাব্বার, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, প্রভাষক ড. আব্দুল বারী ও প্রভাষক ড. আবু সালেহ। প্রধান অতিথি বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সরকার মাদরাসা শিক্ষাকে কুক্ষিগত করে। শিক্ষকদের বেতন কাঠামো থেকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। তাদের আত্মদানকে সমন্নোত রাখতে হলে অবশ্যই শিক্ষকদের শিক্ষার কারিগর হতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে মাদরাসার শিক্ষদের এগিয়ে আসতে হবে।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *