সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা

বগুড়া সংবাদ : ১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে অদ্য ১০ জুলাই ২০২৫ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়ার ধনুট উপজেলার সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ১৮২৭ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, নাক-কান-গলা, চক্ষু ও শিশু বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

চক্ষু রোগী সেবার অংশ হিসেবে ১৩ জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়, যাদেরকে পরবর্তীতে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতালে) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।

এছাড়াও ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *