সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের সেউজগাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার সকালে বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মো: সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি টহল দল সেউজগাড়ি এলাকায় এই অভিযান চালায়। এলাকায় মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো শহরের চক সুত্রাপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে ফেরদৌস (৪৫), সেউজগাড়ি পালপাড়ার মৃতঃ সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), আলম আকন্দের স্ত্রী তাসলিমা বেগম  (৩৭), মেয়ে আইরিন আক্তার সোনালী এবং চকসুত্রাপুরের সিরাজ শেখ এর ছেলে শাওন শেখ (২৭)। এসময় তাদের নিকট থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে, মাদক ব্যবসায়ী গ্রেফতারের পর এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *