সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর ও  সরকার কর্তৃক নিষিদ্ধ  আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি চারা  ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে উপজেলা বিহার ইউনিয়নে বিভিন্ন স্থানে  জব্দ করা গাছগুলো ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্বদেন  শিবগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান প্রমূখ। অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হান্নান বলেন সরকারি নির্দেশনা  অনুযায়ী  আগ্রাসী প্রজাতির  ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে  উর্বরতা হ্রাস করে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। এই গাছগুলো আশপাশের জীববৈচিত্র্য ধ্বংস করে। তাই এ ধরনের গাছ বর্জন করে পরিবেশবান্ধব দেশি প্রজাতির ফলদ বৃক্ষ রোপণে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই সাথে সকল নার্সারি মালিকদেরকে নার্সারি গাইডলাইন-২০০৮ মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *