
বগুড়া সংবাদ :বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের জামে মসজিদ-সহ উপজেলার বিভিন্ন মসজিদে শনিবার দিনগত রাতে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলমানদের ধর্মীয় এ অনুষ্ঠানে নানা বয়সের পুরুষরা এতে অংশ নেন। উপজেলা পরিষদের মসজিদে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান ছানা, সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাহেরুল ইসলাম উজ্জ্বল,অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ মাহবুবুর রহমান,দলিল লেখক সমিতির নেতা জামাল উদ্দিন বুলু,ইউএনও অফিস স্টাফ মোঃ আজাদুল ইসলাম আজাদ,উপজেলা বন বিভাগের স্টাফ জুলফিকার আলী,লিটন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মিটন মিয়া ও আনারুল ইসলাম-সহ অনেকে। দোয়া ও মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।