
বগুড়া সংবাদ : সোনাতলায় জনতা কর্তৃক ছিনতাই হওয়া একটি ভ্যানগাড়ি উদ্ধার ও ছিনতাই ঘটনার সাথে জড়িত তিনজনের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। গত শনিবার বিকেলে উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে। জানা যায়, ওইদিন বিকেল ৫টার দিকে অচেনা তিনব্যক্তি যাত্রী সেজে পৌর সদরের আগুনিয়াতাইড় মাস্টারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে খোকন মিয়ার (১৩) অটোভ্যান যোগে মহিষাবাড়ি এলাকায় পৌঁছে। সেখানে অটোভ্যানে থাকা তিনযাত্রী চালকের কাছ থেকে অটোভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। এ সময় ভ্যানচালক খোকন মিয়া এলাকার লোকজনকে ডাকচিৎকার দিলে স্থানীয় কিছু লোক ছুটে এসে অটোভ্যানগাড়িটি উদ্ধার ও দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা সোনাতলা থানা পুলিশকে সংবাদ দিলে আটক দুই ছিনতাইকারীকে পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত দুই ছিনতাইকারী হলো উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে আপেল মোল্লা (২০) ও সুজাইতপুর গ্রামের মুক্তা মিয়ার ছেলে শাহিন বেপারী (৩৫)। এ ব্যাপারে সোনাতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার সেকেন্ড অফিসার শ্রী গৌতম বিষয়টি নিশ্চিত হয়ে জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা