সর্বশেষ সংবাদ ::

ধুনটে যুবকের রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি এটা পরিকল্পিত হত্যা!

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার রাসেল মিয়া (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিকে শনিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত রাসেল মিয়া চিকাশী ইউনিয়নের জোড়শিমুল পূর্বপাড়া গ্রামের ভ্যান চালক নয়ন মিয়ার ছেলে এবং তিনি পেশায় শ্রমিকের কাজ করতেন বলে জানাগেছে। এদিকে যুবক রাসেলের রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তার মা।

স্থনীয়রা জানান, গত শুক্রবার (৪ই জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাসেল অজ্ঞান অবস্থায় জোড়শিমুল বাজার এলাকার রাস্তার উপর পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টায় রাসেলের মৃত্যু হয়।

তবে নিহত রাসেলের মা আরজিনা খাতুন সাংবাদিকদের জানান, তার ছেলের কিছু বন্ধুবান্ধব রাসেলকে ডেকে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও শ্বাসরোধ করে। এতেই সে মারা গিয়েছে বলে দাবি তার মায়ের। লাশের ময়না তদন্ত ও দাফন শেষে রাতে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *