সর্বশেষ সংবাদ ::

সোনাতলার পার্শ্ববর্তী স্কুল ছাত্র সিজান হার্টের রুগী:অর্থাভাবে চিকিৎসা ব্যাহত

বগুড়া সংবাদ : সোনাতলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামের দরিদ্রের ছেলে শালমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ সিজান (১৪) এর হার্ট দীর্ঘদিন আগে ফুটা হয়েছে। পিতার কষ্টে উপার্জিত টাকায় চিকিৎসা করেও কিছুই সুবিধা হয়নি। বর্তমানে অর্থাভাবে ছেলের চিকিৎসা বন্ধ রয়েছে। অন্য সুস্থ ছেলেদের মতো মেধাবী ছাত্র সিজানও বাঁচতে চায়। চিকিৎসার টাকার জন্য সে দেশের হৃদয়বান ও ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়েছেন। মোঃ সিজান দামাগাছা গ্রামের মোনারুল ইসলামের ছেলে। যখন সিজানের বয়স সাত বছর তখন পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্ট ফুটা ধরা পড়ে। আর বিলম্ব না করে তখন থেকে দরিদ্র বাবা-মা ছেলের চিকিৎসা করান। কিন্তু কোনো আরোগ্য হয়নি। এদিকে চিকিৎসা বাবদ পরিবারটির অনেক টাকা ব্যয় হয়েছে। মোটা অঙ্কের টাকা ব্যয় হওয়ায় পরিবারটি এখন নিঃস্ব। অর্থ অভাবে সিজানের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। শালমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান জানান সিজান মিয়া আমার বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যায়ন করছে। সে একজন মেধাবী ছাত্র। দীর্ঘ কয়েক বছর ধরে হার্টের রোগে ভুগছে সে। কিন্তু তাদের সংসারে অভাব দেখা দেয়ায় তার চিকিৎসা বন্ধ রয়েছে। সমাজের তথা দেশের হৃদয়বান মানুষেরা ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করলে এবং ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করলে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে এবং এক সময়ে হয়তো সমাজসেবা মূলক কাজে নিয়োজিত হতে পারে। সিজানের বাবা মোনারুল ইসলাম ও মা মোছাঃ স্মৃতি বেগম জানান, ছেলেটিকে সর্বশেষ ২০২৫ সালের ১ জুন ঢাকার মিরপুর-১ এ ন্যাশনাল হার্টফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হার্টরোগে বিশেষজ্ঞ ডাক্তার নাহারুমা আইভি হায়দার চৌধুরী পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ছেলেটির বাবা-মায়ের দেয়া তথ্য মতে জানা যায় সিজানের হার্ট ফুটা হয়েছে। এটি সাড়াতে অপারেশন করতে হবে। অপারেশন করতে প্রায় তিনলাখ টাকা ব্যয় হবে। মোটা অঙ্কের টাকার কথা শুনে দরিদ্র বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছেলের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য বাবা-মা হৃদয়বান মানুষদের কাছ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: বিকাশ নং ০১৭৬৬-৫০০৬৮৬, রকেট নং ০১৩২৪-৩৮২৫২৬। সেইসাথে ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবেনা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বতীকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *