
বগুড়া সংবাদ : বগুড়া শহরের মালতিনগর এলাকায় সেনাবাহিনীর এক ঝটিকা অভিযানে অপহৃত তিনজন শিক্ষার্থীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, সিমকার্ড, চেকসহ বিভিন্ন সন্দেহজনক আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে মালতিনগরে অভিযান চালায়। অপহরণকারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করছিল বলে একটি সূত্র জানিয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতিতে অপহরণকারীরা হতভম্ব হয়ে পড়ে এবং কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই অপহৃতদের উদ্ধার সম্ভব হয়।
অভিযানকালে জব্দকৃত
- ৭টি দেশীয় ধারালো ও আঘাতকারী অস্ত্র
- ১৩টি সিম কার্ড
- ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার
- ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক
- একটি কম্পিউটার সেট
- বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল
- গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম
গ্রেফতারকৃত চার কিশোর গ্যাং সদস্য আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬) ,মাসুম আলম নাঈম (২৭), মেহেদী হাসান (২৩) ।
উদ্ধারকৃত সকল আলামত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সাহসী অভিযানে অপহৃতদের নিরাপদে ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে প্রশংসা করে জানান, এই ধরনের অভিযানে অপরাধীদের ভয় ও নিরাপত্তা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পায়।
এ ঘটনায় মালতিনগরসহ আশপাশের এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।