
বগুড়া সংবাদ:বগুড়া শহরের মালতিনগর এলাকায় মাটির মসজিদ এর ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। নামাজ পড়ানো জন্য বাসা থেকে মসজিদ দিকে জাওয়ার সময় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ সময় হাফেজ আব্দুল মান্নানকে বাঁচাতে গিয়ে দিপু নামে আরেক যুবক আহত হয়। আহত দিপুকে ভর্তি করা হয় মোহাম্মদ আলী হাসপাতালে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত দেলোয়ার হোসেন নোমান বগুড়া ২১ নাম্বার ওয়ার্ডের ভাটকান্দি এলাকার ইউসুফ আলী জিব্রাইলের ছেলে ।