
বগুড়া সংবাদ : বগুড়া ছয়পুকুরিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ আইনুন নাহারের বরখাস্তাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার (২৯ জুন) বেলা ২টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এডহক কমিটির সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বরখাস্তাদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ ২০২৫ তারিখে অধ্যক্ষের বিরুদ্ধে আনা বিভিন্ন আর্থিক দুর্নীতি, অনিয়ম ও অদক্ষতার অভিযোগের তদন্তে সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে এডহক কমিটি, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তাকে কর্মস্থলে পুনঃস্থাপন করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অভিভাবক সদস্য মোঃ কাজল, শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ: আলহাজ সামছুল হক মণ্ডল, আলহাজ নুর আমিন মণ্ডল, আবু সাইদ মণ্ডল, আবুল কালাম, মোঃ রঞ্জু, পিলু সরদার, আবুল কালাম শেখ, নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন খাঁন ও সিদ্দিক প্রাং।
এছাড়া বগুড়া জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন—জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ মাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাহিত্য সম্পাদক মোঃ বুলবুল হাসান এবং সদর দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। যোগদানের সময় সিনিয়র শিক্ষক বখতিয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।