বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ নেতা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ সেলিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হারুনর রশিদ সেলিম মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে এবং তিনি মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির পদে রয়েছেন বলে জানাগেছে।
থানাসূত্রে জানাযায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম। ওই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ সেলিমকে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মামলার এজাহারে হারুনর রশিদের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
