সর্বশেষ সংবাদ ::

ধুনটে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

 

বগুড়া সংবাদ : বগুড়া ধুনটে চাঁদা দাবিকে কেন্দ্র করে সিএনজি চালকদের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের সাতমাথা মোড়ে এই ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।

সংঘর্ষে আহতরা হলেন, ধুনট উপজেলার জোড়খালি গ্রামের মৃত শাজাহান আলী আকন্দের ছেলে লাল মিয়া আকন্দ, চুনিয়াপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে আব্দুল কালাম, জোড়খালি গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে লাল মিয়া, পূর্ব গুয়াডহুরী গ্রামের মৃত মোজাম ব্যাপারীর ছেলে নূর মোহাম্মদ, রাসেল রানা, নূর মোহাম্মদের স্ত্রী লিমা আক্তার।

এঘটনায় সিএনজি চালক নূর মোহাম্মদ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ধুনট থানায় ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে একই দিন বিকেলে সিএনজি চালক আব্দুল আলিম বাদী হয়ে ৮ জনকে আসামি করে পাল্টা আরেকটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে সিএনজি চালক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে গোসাইবাড়ী সিএনজি স্ট্যান্ডে চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এই জের ধরে মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে বিবাদীগণ হামলা চালিয়ে আমাদের উপর হামলা চালায়।

অপরদিকে আরেক সিএনজি চালক আব্দুল আলিম জানান, আসামিদের জায়গা থেকে সিএনজি স্ট্যান্ড পরিবর্তন করায় আসামিগণ সিএনজি মালিক সমিতির সংগঠনের নিকট থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। সিএনজি স্ট্যান্ড পরিবর্তন করার কারণে আমরা তাদের কথায় রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে তারা আমার লোকজনকে মারপিট করে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গোসাইবাড়ী সিএনজি স্ট্যান্ডের মারপিটের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *