সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা ও মেডিকেল ইকুইপমেন্ট জব্দ

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে শহরের ইস্পাহানি সড়কে জমজম ইসলামিয়া হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয় । অবৈধ ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগের ভিত্তিতে  বগুড়া সদরের জমজম ইসলামিয়া ক্লিনিকে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী।

অভিযান চলাকালে প্রমাণ পাওয়া যায় যে, উক্ত ক্লিনিকটি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। এছাড়াও ক্লিনিকটিতে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন দিক পরিলক্ষিত হয়।

পরবর্তীতে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের এই সমন্বিত অভিযান সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে এরূপ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *