বগুড়া সদর উপজেলায় তিনদিন ব্যাপি ফল মেলার শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপি ফল মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন এবং মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট
জনাব হোসনা আফরোজা। স্টল পরিদর্শন শেষে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক
কৃষিবিদ জনাব সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বাগর বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, ডিএই বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ নাজমুল হক মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ এখলাস হোসেন সরকার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোছাঃ সারমিন আক্তার। বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকলিমা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রী পলাশ চন্দ্র সরকার, প্রকৌশলী মোবারক হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগমসহ কৃষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে ১৬০ জন কৃষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১১০০ নারিকেলের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *