
বগুড়া সংবাদ : বগুড়া শহরের পালসা চৌকিরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল, নকল বিড়ির প্যাকেট ও শুল্ক স্টিকার জব্দ করেছে র্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্প। অভিযানে রূহান প্রিন্ট নামক একটি ছাপাখানায় হানা দিয়ে এই সকল অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ জুন ২০২৫) বিকেল ৪টায় র্যাব-১২-এর এএসপি মোঃ এনামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জাল সামগ্রীসহ আসামিদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রেসে নকল বিড়ির প্যাকেট, ব্র্যান্ড লেবেল এবং শুল্ক স্টিকার ছাপিয়ে বিভিন্ন চক্রের কাছে সরবরাহ করা হচ্ছিল। এসব মালামাল সরকারের রাজস্বকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অবৈধভাবে বাজারজাত করা হতো।
আটককৃতরা হলেন:
মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা: মৃত জয়নাল, সাং: বড়কুমিড়া
মো: জিসান (১৮), পিতা: মোঃ ফুল মিয়া, সাং: রাজাপুরম
মো: সাগর হোসেন (২২), পিতা: মৃত ইয়াজিন, সাং: রাজাপুর
মোহাম্মদ আরিফ হোসেন (২৫), পিতা: মোঃ ইনছান আলি, সাং: ডাকুরচর
তাঁরা সবাই বগুড়া জেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল:
আকিজ বিড়ির নকল প্যাকেট
সোনালি বিড়ির নকল প্যাকেট
১নং খালেক বিড়ির নকল প্যাকেট
৩০নং ভার্জিনিয়া বিড়ির নকল প্যাকেট
বিপুল পরিমাণ জাল শুল্ক পরিশোধিত স্টিকার
এই জাল ব্যান্ডরোল ও নকল প্যাকেট ব্যবহারের মাধ্যমে একাধিক চক্র বিপুল অর্থ উপার্জন করলেও সরকার হারাচ্ছিল কোটি টাকার রাজস্ব। প্রেসটি পরিচালনা করছিলেন মোঃ মিলন (৪০), যিনি প্রায় ১০ বছর ধরে বাসা ভাড়া নিয়ে এই অবৈধ ছাপাখানা পরিচালনা করছিলেন।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটকদের বিরুদ্ধে দ্রুতই মামলা রুজু করা হবে।