
বগুড়া সংবাদ : সোনাতলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন উজিরের বাইগুনী সাহাপাড়া ব্রিজের পশ্চিম পাশে তিনমাথা মোড়ে স্থানীয় কতিপয় উচ্ছৃঙ্খল কিশোর তারা দুইজন পথচারী কিশোরের কাছ থেকে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও পাঁচ’শ টাকা ছিনিয়ে নিয়েছে। মোবাইল ফোনটি ফেরত দেয়ার নামে উচ্ছৃঙ্খল কিশোররা বিকাশে আরো দুইহাজার টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা গত ১০জুন বিকেল ৪টার দিকে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,বগুড়া চারমাথা এলাকার দশম শ্রেণির ছাত্র ইমন ও সৈকত নামে দুই ছেলে সোনাতলার অদূরে জুমারবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে উজিরেরপাড়া বাইগুনী ভেমটিঘাটের ব্রিজের পশ্চিম পাশে তিনমাথা মোড়ে ঐদিন বিকেল ৪টার দিকে পৌছে। সেখানে নিয়ামতের বাইগুনী দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাহারুল ইসলাম,মতিয়ার রহমানের ছেলে মানিক মিয়া ও নূর আলমের ছেলে জামাল হোসেন দাওয়াত খেতে আসা ঐ দুই ছেলেকে রাস্তায় আটকিয়ে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ’শ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারী তিন কিশোর দুই/একদিন পর তাদেরকে ফোনে ভয় দেখিয়ে বিকাশে দুইহাজার টাকা নেয়। দুই ছেলে বিষয়টি তাদের অভিভাবকদের অবগত করলে অভিভাবকরা নিয়ামতের বাইগুনী গ্রামে এসে এখানকার অভিভাবকমহলদের অবগত করেন। এ প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর (নিয়ামতের বাইগুনী গ্রামের) পলাশ মিয়া স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে গত ১৫জুন বাদ আছর এ ব্যাপারে বৈঠক করেন। বৈঠকে মোবাইল ফোনটি ও একহাজার পাঁচ’শ টাকা ফেরত দেন বলে ইউপি মেম্বর পলাশ মিয়া সত্যতা স্বীকার করেন। কিশোরদের এহেন কর্মকান্ডে স্থানীয় অভিভাবক ও যুব সমাজ বিস্মিত হয়েছেন।