সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের সক্রিয় তৎপরতায় অপহৃত অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‌্যাবের যৌথ টহল দলের দ্রুত ও কৌশলগত অভিযানের ফলে জনাব গোলাম রব্বানী নামে কমরউদ্দিন সরকারি কলেজের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অপহরণকারীরা জনাব গোলাম রব্বানীকে বগুড়া শহরের কামারপাড়া এলাকায় আটক রেখে তার পরিবারের নিকট ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সেনা সদস্য ও র‌্যাবের যৌথ টহল দল দ্রুত ওই স্থানের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়।

আইন-শৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত ও সময়োপযোগী তৎপরতার ফলে অপহৃত ব্যক্তি বিনা ক্ষতিতে মুক্ত হন এবং বর্তমানে তিনি নিরাপদে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ সময়োপযোগী অভিযানের জন্য সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ টহল দলের প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বর্তমানে বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‌্যাব অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *