সর্বশেষ সংবাদ ::

আসামির হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে পুলিশ সুপার

বগুড়া সংবাদ : বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত দুই পুলিশ সদস্যের খোঁজখবর নেন। অভিযুক্ত আসামির চা*কুর আঘাতে আহত হন এটিএসআই/জাহাঙ্গীর আলম (বিপি-৮০০০০২৫৭০৪) ও কনস্টেবল/মানিকুজ্জামান (বিপি-৭৮৯৮০৫১৫৬৭)।

পুলিশ সুপার তাদেরকে সান্ত্বনা দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া।

পুলিশ সুপার বলেন, “আহত সদস্যদের পাশে পুরো পুলিশ প্রশাসন রয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *