সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক পুরনো যুগের ০২টি পিতলের মূর্তি উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া সদর থানাধীন গোকুল ইউনিয়নের রাম শহর উত্তরপাড়ায় একটি পারিবারিক কবরস্থান থেকে পুরনো যুগের দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

জানা গেছে, বেহুলার বাসরঘর সংলগ্ন ওই এলাকায় জনৈক মোঃ মুকুলের মা আমেনা বেগম (পতিঃ মৃত মোয়াজ্জেম হোসেন) গত ১০ জুন ২০২৫ তারিখে মৃত্যুবরণ করলে তার দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খননের সময় স্থানীয় লোকজন দুটি পিতলের মূর্তি দেখতে পান। পরবর্তীতে ১৩ জুন ২০২৫ তারিখে গ্রামবাসীরা বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করেন।

সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবর খননকারী মোঃ সাইফুল (পিতা: মোহাম্মদ ফটো মিয়া), সাং- রাম শহর উত্তরপাড়া, গোকুল ইউনিয়নের নিজ বাড়ি থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধার করে জব্দ করে। এছাড়া আজ মোঃ মুকুলের নিজ বাসা থেকেও আরও একটি ছোট পিতলের মূর্তি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বর্তমানে দুটি মূর্তিই থানার হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো বহু পূর্বের এবং এগুলো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার প্রস্তুতি চলছে।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *