সর্বশেষ সংবাদ ::

নির্বাচনী এলাকায় দিনভর মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ তরুন ভোটাররা এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই -অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া -১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন সাড়ে ১৫ বছর জালিমের যাতাকলে অতিষ্ঠ হয়েছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদের আমরা বিদায় করতে পারিনি। তরুণ যুবকরাই সফল হয়েছে। যুবক তরুণরা লড়াই সংগ্রাম করে ফাসিস্ট আওয়ামী সরকার কে ক্ষমতা থেকে বিদায় করেছে। তরুন ভোটাররা কুরআনের পক্ষে এগিয়ে আসলেই কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি মঙ্গলবার সকালে সারিয়াকান্দির জহুরুল চাতাল হতে নির্বাচনী এলাকায় দিনভর মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন সাড়ে ১৫ বছর যারা জাতির উপর জুলুম করেছে আর প্রতিবেশী একটি দেশে বসে প্রিয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবারের ভোটে কোন কালো শক্তি হাত দিতে আসে তাহলে জুলাইতে যেভাবে কালো শক্তিদের বিতাড়িত করা হয়েছে সেইভাবে এখনও মোকাবিলা করতে হবে। এবারের ভোটের লড়াইয়ে যুবকদের নেতৃত্বে হবে।
সারিয়াকান্দি উপজেলা আমীর ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক চন্দনীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ, তোফাজ্জল হোসেন, কাজী জহুরুল হক, সোনাতলা আমীর ফজলুল করিম, সেক্রেটারী রবিউল ইসলাম প্রমুখ।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *