সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান

বগুড়া সংবাদ : কিছুদিন আগে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামের কায়েম উদ্দিন ও নকিছা বেওয়ার বাড়ি-ঘর অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়। সোনাতলার মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান,শিল্পপতি,সমাজ সেবক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মহিদুল ইসলাম রিপন গত সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত এই দুই পরিবারকে কয়েক হাজার করে নগদ অর্থ বিতরণ করেন। সেখান থেকে পাকুল্লা গ্রামের সন্তান যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স সোনাতলা উপজেলা শাখার সভাপতি শহীদ রাশেদ মিয়ার (২৭) কবর জিয়ারত করেন। তিনি শহীদ রাশেদের মা-বাবা ও পরিবারের অন্যদের শান্তনা দেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন রাশেদের মা-বাবা। রাশেদ অন্যায়ের প্রতিবাদ করায় গত ১৪ ফেব্রæয়ারি স্থানীয় উচ্ছৃঙ্খল ব্যক্তিদের হামলায় নিহন হন। আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন ক্ষতিগ্রস্ত পরিবার ও উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেছেন, আমি দীর্ঘ কয়েক বছর যাবত গরীব-দুঃখী মানুষের নানাভাবে সেবামুলক কাজ করে যাচ্ছি। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। যেকোথাও যেকোনো সমস্যার কথা শুনে সেখানেই ছুটে যাই। প্রত্যেক মানুষের মনোভাব এমনটি হওয়া উচিত। আমি মানুষের সব সময় ভালো থাকা কামনা করি। আল্লাহ আমাকে যতদিন সুস্থ অবস্থায় বেঁচে রাখবেন ততদিন আমি এভাবেই আপনাদের বিপদাপদে পাশে থাকবো। আমি মানুষের দুঃখ কষ্ট বুঝি। গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের মাটি ও মানুষের নেতা। তিনি সাদামাঠা ভাবে জীবন যাপন করেছেন। আমি মহিদুল ইসলাম রিপন তারই একজন আদর্শ সৈনিক। পরবর্তীতে আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন ও ধারন করে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন। তার সুসন্তান দেশনায়ক তারেক রহমান একজন দেশপ্রেমিক। তার ভিতর দেশত্ববোধ রয়েছে। মানবতা রয়েছে। তিনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান। দেশের পরিবর্তন চান। দেশের মানুষ শান্তিতে থাকলে দেশ শান্তিতে থাকবে। তিনি আরো বলেন বগুড়া-১ অর্থাৎ সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনী এলাকা থেকে আগামী নির্বাচনে বিএনপি থেকে যে ব্যক্তিই এমপি পদে নির্বাচন করুক না কেন,আমরা তার সাথে আছি। আমরা তার হয়ে নির্বাচনী কাজ করে বিপুল ভোটে এমপি পদে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সকলেই জিয়া পরিবারের সদস্যদের জন্য সব সময় কায়মনে দোয়া করবো। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুর রহমান হান্নান,মৃনাল কান্তি ঘোষ-সহ অনেকে।

 

 

Check Also

আদমদীঘিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আসার আগেই  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *