
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় আব্দুল কাদের(৫০) নামের এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তেঁতুলিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি মাছ ধরে এবং তাল ও খেজুর গাছের রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২জুন সোমবার দিবাগত রাত ১১টার সময় এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল কাদের বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে আসা মাছ ধরার কৈ জাল থেকে মাছ সংগ্রহ করতে যায়। এসময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অনেক সময় ধরে বাড়িতে না ফেরায় তার স্ত্রী তাকে খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী মাঠের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এসময় তিনি চিৎকার করতে থাকলে গ্রামের লোকজন এসে কাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ বজ্রপাতে আব্দুল কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।