সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তিনটি প্রতিষ্ঠানের ৯৩ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় নিরাপদ খ্যাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যলয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক বিধি পালন না করার অপরাধে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়া এই অভিযান পরিচালনা করেন ।আজ রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানকালে শেরপুরের বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এই তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৯৩ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *