সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী তায়েব আলীর ই’ন্তে’কাল

বগুড়া সংবাদ : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১ জুন রোববার সকালে শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আগামীকাল সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। অধ্যক্ষ মাওলানা তায়েব আলী কাহালুর ঐতিহ্যবাহী কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ছিলেন। দলমত নির্বিশেষে সকলের অত্যন্ত প্রিয় নেতার ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহদাতুজ্জামান, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ দবিবুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *