সর্বশেষ সংবাদ ::

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সংগঠক আল ফাহাদকে সাময়িক অব্যাহতি

বগুড়া সংবাদ : নানা অনিয়মের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সংগঠক আল ফাহাদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল  শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ওই সংগঠনের মুখ্য সংগঠক আজিম উদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ ও অব্যাহতি আদেশে বলা হয়েছে, আল ফাহাদের বিরুদ্ধে আদমদীঘি উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এ কারনে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির প্রধানের নিকট লিখিত ভাবে যথাযত ব্যাখ্যা প্রদান করতে এবং সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সংগঠনের আহবায়ক মাহামুদুল হাসান ও সদস্য সচিব সাকিব খান নির্দেশ প্রদান করেছেন। সেই সাথে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে বগুড়া জেলা কমিটি চুড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তাকে সংগঠনের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সময় অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও ন্যায়, স্বচ্ছতা ও নীতি নিষ্ঠতা বজায় রেখে তার কর্মকান্ড চালিয়ে যাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

কারণ দর্শানো ও অব্যাহতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আল ফাহাদ বলেন, নোটিশ পেয়েছি। দ্রতই জবাব দিবো। আমার বিরুদ্ধে শিক্ষকের কাছে চাঁদা দাবী করার অভিযোগটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। তাছাড়া জন্ম সনদের বয়স কমানোর বিষয়ে টাকা নেওয়ার জন্য যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক হলেও পরবর্তীতে ওই যুবককের কাজ না হওয়ায় সম্পন্ন টাকা ফেরত দেওয়া হয়েছিলো। অথচ স্থানীয় বেশ কিছু ছাত্র আমার বিরুদ্ধে আবারও ওই অভিযোগ তুলেছেন।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *